গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে ইন্টারপ্যাক লিমিটেড নামে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার আধেপাশা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। 

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মহানগরীর আধেপাশা এলাকার ওই কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টন তৈরি করা হতো। রাত দেড়টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমারে ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত কারখানার ভেতরে কাগজসহ পুরো কারখানায় ছড়িয়ে যায়। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে জয়দেবপুর মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

জয়দেবপুর মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

বিজ্ঞাপন