রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর মিয়ার বিরুদ্ধে সরকারি রাস্তার ৫০ হাজার টাকা মূল্যের প্রায় ৫টি ইউক্যালিপটাস গাছ প্রকাশ্যে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করলেও গাছগুলো উদ্ধার করতে পারেনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) কেটে ফেলা গাছের গোড়া দেখে গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছের স্থানীয় ইউপি চেয়ারম্যান রওশন জমির রবু সরদার।
জানা যায়, বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে সামাজিক বনায়নের মাধ্যমে ১৫ বছর আগে দেবু সোনারায় থেকে কান্দি সংযোগ সড়ক পর্যন্ত ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তায় প্রায় ৪ শতাধিক ইউক্যালিপটাস গাছ রোপণ করা হয়। গত বুধবার ওই রাস্তার ৫টি গাছ দিনেদুপুরে প্রকাশ্যে কেটে নিয়ে যায় ইউপি সদস্য গফুর মিয়া ও তার লোকজন।
গাছ কাটার বিষয়টি এলাকাবাসী বাঁধা দিলে ইউপি সদস্য ও তার লোকজন বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন।
নিরূপায় হয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলেও কর্তনকৃত ৫টি গাছ নিয়ে চলে যায় ইউপি সদস্য ও তার লোকজন। এ সময় ওই সড়কের বাকি গাছও কাটার হুমকি দিয়ে যান তারা।
স্থানীয় বাসিন্দা সঞ্জয় কুমার জানান, ইউপি সদস্য আব্দুর গফুর মিয়া ও তার লোকজন সরকারি রাস্তার গাছগুলো কেটে নিয়ে গেছে। গাছ কাটার বিষয়টি জানাজানি হলে ইউপি সদস্য গফুর মিয়া আমাকে রাস্তার গাছের মালিক দাবি করে গাছ কাটার দায়িত্ব নিতে চাপ সৃষ্টি করে আসছেন। পরে কোনো সমস্যা হলে তিনি দেখবেন বলে জানান।
সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য আরোতী রাণীর স্বামী বিষ্ণু চন্দ্র জানান, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর ক্ষমতার অপব্যবহার করে সরকারি রাস্তার গাছ কেটে আত্মসাৎ করেছেন। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।
অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল গফুর মিয়া বলেন, গাছগুলো স্থানীয় সঞ্জয় নামের এক ব্যক্তি কেটেছে। আমি গাছ কাটার বিষয়ে বাঁধা দিয়েছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রওশন জমির রবু সরদার জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থলে গাছের গোড়াগুলো পড়ে থাকলেও গাছগুলো সরিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।