৩ দিনে ভারতে গেল ১৯৭ মেট্রিক টন ইলিশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-21 12:35:24

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে গত ৩ দিনে ভারতে ১৯৭ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আকসার উদ্দীন মোল্লা।

তিনি জানান, গত ৩ দিনে ভারতে ১৯৭ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। শুল্ক মুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে যাচ্ছে।

মূলত ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে ইলিশ দিয়েছে। গত বছরও শারদীয় দুর্গাপূজার সময় দেয়া হয়েছিল ৫০০ মেট্রিক টন ইলিশ। এ বছর দেশটিতে ১৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে মোট ১৯৭ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে মোট ১৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে।

পশ্চিমবঙ্গজুড়ে আগামী ২৩ অক্টোবর শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এ সম্পর্কিত আরও খবর