নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের একটি ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ভেজাল গুড় তৈরির অপরাধে এসময় কারখানার মালিক মোস্তাক আলীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টায় র্যাব-৫ এর সহায়তায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।
র্যাব-৫ জানায়, লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মোস্তাকের কারখানায় ভেজাল গুড় প্রস্তুত হচ্ছে ও মজুদ রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ১৫ হাজার কেজি ভেজাল গুড়, ৪ বস্তা চিনি, আটা, ফিটকিরি, ফুডগ্রেড বিহীন বিষাক্ত রং সহ গুড় ব্যবসায়ী মোস্তাককে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের মিশ্রণে ভেজাল গুড় তৈরির অপরাধে ব্যবসায়ী মোস্তাককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা অনুসারে দুই লাখ টাকা জরিমানা করেন। এসময় জব্দকৃত ভেজাল গুড় ধ্বংস করা হয়।