৬ মাস পর ১ অক্টোবর চালু হচ্ছে বিমানের সিঙ্গাপুর ফ্লাইট 

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 13:44:27

করোনাভাইরাসের কারণে এতদিন বন্ধ ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে বিমানের সিঙ্গাপুর ফ্লাইট।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গত ২১ মার্চ রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন জানান, বিমান আগামী ১ অক্টোবর ঢাকা-সিঙ্গাপুর রুটে সিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করবে।

এজন্য সম্মানিত যাত্রী সাধারণকে বিমানের মোবাইল এ্যাপস, ওয়েব সাইট www.biman-airlines.com,   ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকেট কেনার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে দুই মাসের বেশি লকডাউনের পর গত ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটসমূহে যাত্রী পরিবহন শুরু করে বিমান। 

শুরুতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর নিয়ম মেনে প্রতিটি ফ্লাইটের সামনে অথবা পেছনে একটি সারির আসন খালি রেখে এবং ফ্লাইটের মাঝে কোনো যাত্রী যদি অসুস্থ বোধ করেন তাহলে তাকে ওই সারিতে আলাদাভাবে বসানোর নিয়ম মেনে ফ্লাইট চলাচল করছিল। এতদিন এই নিয়ম মেনে অভ্যন্তরীণ রুটসমূহে যাত্রী পরিবহন করা হলেও সেই নিয়ম শিথিল করা হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকছে। 

এর অংশ হিসেবে উড়োজাহাজ উড্ডয়নের আগে এবং অবতরণের পরে প্রত্যেকবার জীবানুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার পর বেবিচকের প্রতিনিধিরা প্রক্রিয়াটি দেখে সার্টিফাইড করবেন, এরপরই উড়োজাহাজটি আকাশে ডানা মেলবে। পাশাপাশি প্রতিটি ফ্লাইটের যাত্রীদের ব্র্যান্ড নিউ (নতুন) মাস্ক ও হ্যান্ড গ্লাভস দিতে হবে।

এ সম্পর্কিত আরও খবর