সাভারের হেমায়েতপুরে অবৈধভাবে নেওয়া গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার ফরিদ হোসেন ও কুষ্টিয়া জেলার সাইফুল ইসলাম। তারা টাইলস মিস্ত্রি বলে জানা গেছে। এ ঘটনায় দগ্ধ হাবিব নামের আরো একজন চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে রান্না করার সময় সাভারের হেমায়েতপুরে মোল্লা পাড়া এলাকায় মাসুদ হোসেনের বাড়ির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় দগ্ধ হয়ে তিনজন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় এদের মধ্যে দুইজন মারা যায়। অপরজনের চিকিৎসা চিকিৎসা চলছে। ধারণা করা হচ্ছে রান্না করার সময় ওই কক্ষের গ্যাসের লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
সাভার মডেল থানার ট্যানারী পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, ভোরে রান্না করার সময় দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় পরিবারের সাথে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।