রোহিঙ্গা সংকটে দক্ষিণ কোরিয়ার ৭ লাখ ডলার সহায়তা

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 04:39:54

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে ৭ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়া। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ কোরিয়া ২০১৭ সাল থেকে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া বাংলাদেশে অন্যান্য মানবিক চ্যালেঞ্জগুলো বিশেষত দুর্যোগ হ্রাস মোকাবেলায় কোইকার (কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা) মাধ্যমে কাজ করে যাচ্ছে।

২০১৫ সাল থেকে মোট ২ মিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে। কোরিয়া বাংলাদেশের মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর