বিজ্ঞান জাদুঘরের নানান কর্মসূচি

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 09:07:21

করোনাকালে শিক্ষার্থীদের একঘেয়েমি কাটাতে ব্যাপক কর্মসূচি পালন করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এসব কর্মসূচিতে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থী, স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগ অংশগ্রহণ করে।

রোববার (১১ অক্টোবর) পর্যন্ত রাজধানীর সাভার, আগারগাঁও এবং নবাবগঞ্জ উপজেলায় বিজ্ঞান জাদুঘরের ৪ডি মুভি বাস এবং মহাকাশ পর্যবেক্ষণ যান শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব কর্মসূচিতে বিজ্ঞানের অজানা রহস্য, মহাকাশের গ্রহ নক্ষত্রসহ মহাকাশ বিজ্ঞানের অজানা দিক শিক্ষার্থীদের কাছে উন্মোচিত করা হয়। এছাড়া শিশুদের নিয়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিজ্ঞান জাদুঘর জ্ঞান বিজ্ঞান চর্চার সুযোগ উন্মুক্ত রেখেছে। এ কর্মসূচির লক্ষ্য, শিক্ষার্থীদের মানসিক স্থবিরতা কাটানো, সৃজনশীলতা তৈরি করা এবং সময়ের সদ্ব্যবহার করে প্রযুক্তির উৎকর্ষতা বৃদ্ধি করা'।

এ সম্পর্কিত আরও খবর