বরিশালে ইলিশ ধরার সময় স্পিডবোট দেখে নদীতে ঝাঁপ দেওয়ার একদিন পর দুলাল কাজী (৪০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে মেহেন্দীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুলাল মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের চরমাইশা গ্রামের মৃত আবুল কালাম কাজরির ছেলে এবং পেশায় একজন জেলে৷
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নৌকা নিয়ে স্থানীয় তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যান দুলালসহ আরো একজন। এসময় তাদের নৌকার দিকে একটি স্পিডবোট আসতে দেখে ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট ভেবে সহযোগী আবুল হোসেনসহ নদীতে ঝাঁপ দেন উভয়ই । তখন আবুল হােসেন সাঁতরে তীরে উঠতে পারলেও দুলাল আর উঠতে পারেনি। নিখোঁজের একদিন পর বুধবার তার লাশ আলিমাবাদ ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি বার্তা২৪.কম’কে নিশ্চিত করেছেন মেহেন্দীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবিদুর রহমান।