বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের প্রতি স্পিকারের আহ্বান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-27 16:00:23

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, শিক্ষিত প্রজন্মই দেশের সম্পদ। সরকার এজন্য শিক্ষার্থীদের প্রতি বেশি খেয়াল রাখছেন। তাদেরকে দক্ষ ও আদর্শ মানুষ হতে হবে। শিক্ষিত প্রজন্মের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। জাতির জনকের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হবে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগঞ্জে শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর গৃহিত সকল পদক্ষেপ বাস্তবায়নে সম্মিলিতভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করা হচ্ছে। সকলে মিলে এভাবে চলতে পারলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। উন্নয়নশীল দেশ বাংলাদেশ হবে উন্নত দেশ।

অনুষ্ঠানে শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক, পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, রংপুর জেলা শিক্ষা অফিসার মোছা. রোকসানা বেগম প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন শেষে পীরগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭০ পরিবারকে ২৭৪ বান্ডিল ঢেউটিন, ৪২২ জনকে টিউবওয়েল ও ৫ হাজার বিভিন্ন ফলদ-বনজ গাছের চারা বিতরণ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সম্পর্কিত আরও খবর