আন্তর্জাতিক চাপে নতি স্বীকার করবে না আ.লীগ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 09:07:54

সংবিধানের বাইরে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করবে না আওয়ামী লীগ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘে আমন্ত্রণে যাওয়ার প্রসঙ্গে বুধবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নগর ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, কোন অসুবিধা নেই। জাতিসংঘ তাদের আমন্ত্রণ  করে থাকতে পারে। প্রতিনিধিদল নিয়ে যাবেন। তাদের কোন এজেন্ডা থাকতে পারে। নির্বাচন নিয়ে আলোচনাও হতে পারে এটা অনুমান করছি। তারা তো জাতিসংঘের কাছে অবিরাম অভিযোগ করছে। সরকারে বিরুদ্ধে নালিশ করছে, দেশের বিরুদ্ধেও করছে।

আমাদের সিদ্ধান্ত আমরা সংবিধান বর্হিভুত কোন আন্তজার্তিক প্রেসারের কাছে নতি স্বীকার করব না

এ সম্পর্কিত আরও খবর