রাজধানীর ছয় হাসপাতালকে ১৭ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 07:24:11

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ছয়টি হাসপাতালেকে ১৭ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি হাসপাতালকে নানা অনিয়মের অভিযোগে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পৌনে ৯ টা পর্যন্ত মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায়  অভিযান পরিচালনা করে র‍্যাব।

অভিযানটি পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান শেষে সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, বিজ্ঞ আদালত রাজধানীর মোহাম্মদপুর এলাকার ১৪ টি হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে আজকের এ অভিযান পরিচালনা করা হয়। নানা অনিয়মের অভিযোগে ৬ টি হাসপাতালকে ১৭ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও চারটি হাসপাতালকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

র‍্যাবের এই অভিযানে শেফা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা, লাইফ কেয়ার নার্সিং হোমকে ১ লাখ, নবাব সিরাজ উদ দৌলা মানসিক ও মাদক নিরাময় হাসপাতালকে ৪ লাখ ৫ হাজার টাকা, কোয়ার ল্যাব লিমিটেডকে ৩ লাখ ও জরিমানাসহ সিলগালা করে দেয়া হয়।

এছাড়াও বিডিএম হাসপাতালকে ৫ লাখ এবং জনসেবা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর