শিশুকে গাড়িচাপা দিয়ে পালানোর সময় সওজ'র প্রকৌশলী আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-09-01 11:18:57

পটুয়াখালীর দুমকী‌র ফার্মগেট এলাকায় পাঁচ বছরের এক শিশুকে গাড়িচাপা দি‌য়ে পালিয়ে যাবার সময় পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জা‌হিদুল ইসলাম মুন্না‌কে তার ব্যক্তিগত প্রাইভেট কারসহ আটক করেছে দুমকী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুমকী উপজেলার রাজাখালী বাজারের ফার্মগেট স্টেশনে এ ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় শিশু সা‌য়েম‌কে পটুয়াখালী নুর জেনা‌রেল হস‌পিটা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। শিশু‌টির বাম পা‌য়ের হা‌ড্ডি পুরোপু‌রি ভেঙে গে‌ছে ব‌লে জানায় চি‌কিৎসক।

আহত সা‌য়ে‌মের বাবা সালাম শরীপ জানান, মা সালমা বেগ‌মের সা‌থে নানাবাড়ি যা‌চ্ছিল সায়েম। এ সময় দ্রুত গ‌তি‌তে বাউফল উপ‌জেলা থে‌কে আসা প্রাইভেট কার‌টি সা‌য়েম‌কে চাপা দি‌য়ে দ্রুত সট‌কে প‌ড়ে। তাৎক্ষ‌নিকভা‌বে স্থানীয়রা দুমকী পু‌লিশ‌কে খবর দি‌লে এসআই স‌ঞ্জিব প্রায় আধা ঘণ্টা ধাওয়া ক‌রে পটুয়াখালী টোল ঘর এলাকা থে‌কে গাড়িটি আটক করেন।

এসআই স‌ঞ্জিব জানান, এ সময় গাড়িটির চালকের পরিচয় জান‌তে চাইলে তি‌নি নি‌জে‌কে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী পরিচয় দেন। প‌রে গাড়িসহ ওই উপ-সহকারী প্রকৌশলী‌কে দুমকী থানায় নি‌য়ে যাওয়া হয়।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে‌হে‌দি হাসান জানান, এ ঘটনায় সা‌য়ে‌মের মা সালমা বেগম বাদী হ‌য়ে থানায় অভিযোগ করেছে। তার প্রেক্ষিতে গাড়ীসহ উপ-সহকারী প্রকৌশলী জা‌হিদুল ইসলাম মুন্না‌কে আটক দেখা‌নো হ‌য়ে‌ছে।

এ সম্পর্কিত আরও খবর