প্রান্তিক জনগোষ্ঠীর পয়ঃনিষ্কাশন ও মাসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেসি সভা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 03:52:17

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ৬ অর্জন এবং - কাউকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় এই উদ্দেশ্য বাস্তবায়নে ‘ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন কোলাবরাটিভ কাউন্সিল (ডব্লিউএসএসসিসি)’ ও ‘উন্নয়ন সহযোগী টীম (ইউএসটি)’ এর সহযোগিতায় ‘কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ) এবং মানবাধিকার উন্নয়ন কেন্দ্র এর যৌথ উদ্যোগে আশুলিয়া শহরতলী এলাকার পানি, পয়ঃনিষ্কাশন ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) আশুলিয়া প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোবিন্দ আচার্য্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, আশুলিযা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসাইন জয়, এবং আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক লাইজু আহাম্মদ চৌধুরী।

মানবাধিকার আইনজীবী ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অ্যাডভোকেসি সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কর্মী ও কাপের পরামর্শক মাহবুল হক।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার ফাউন্ডেশন এর প্রোগ্রাম কোঅরডিনেটর খোন্দকার ফয়সাল আহমেদ, আরএইচস্টেপ এর প্রোগ্রাম ম্যানেজার প্রসেনজিত দাশ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু এবং এইচডিডি’র নির্বাহী পরিচালক সীমান্ত সিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাপের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াত।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ‘ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন কোলাবরাটিভ কাউন্সিল (ডব্লিউএসএসসিসি)’ ও ‘উন্নয়ন সহযোগী টিম (ইউএসটি) এর প্রতিনিধি,ইউনিয়ন পরিষদের মেম্বার, সাংবাদিক, শিক্ষক, মানবাধিকার কর্মী, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি, সিবিও প্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আশুলিয়া শহরতলী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর পানি, পয়ঃনিষ্কাশন ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ, স্কুল -কলেজ, হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানে নারীবান্ধব টয়লেট স্থাপনের বিষয়ে গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শহরতলী এলাকায় অপরিকল্পিতভাবে কল কারখানা তৈরির ফলে পানির উৎসগুলো দখল ও দূষণ হয়েছে ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে থুবরে পড়েছে। তাই পানি, পয়ঃনিষ্কাশন ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নে এ সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে সংস্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, আশুলিয়া শহরতলীর শিল্পাঞ্চল থেকে সরকার যে পরিমান রাজস্ব আদায় করে তার শতভাগের একভাগ যদি অত্র এলাকার জন্য ব্যয় করা হয় তাহলে পানি, পয়ঃনিষ্কাশন ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সহ সার্বিক উন্নয়ন এবং এসডিজির লক্ষ্য অর্জন সম্ভব। বক্তারা আশুলিয়া শহরতলীকে ইউনিয়ন পর্যায়ে না রেখে সুপরিকল্পিত নগরায়নের জন্য দাবি করেন ।

এ সম্পর্কিত আরও খবর