পুলিশি প্রহরায় যশোরে সকল ভাস্কর্য ও মুর‌্যাল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-09-01 02:01:33

যশোরে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে জাতির জনকের সব ভাস্কর্য ও মুর‌্যাল ঘিরে। জেলার বিভিন্ন প্রান্তে থাকা এসব ভাস্কর্য ও ম্যুরালে পুলিশি প্রহরা বসানো হয়েছে। সেই সাথে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।

শনিবার (৫ ডিসেম্বর) কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যে অজ্ঞাদ দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। এমনটি ঘটার পর যশোরের ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়।

জানা গেছে, কুষ্টিয়ার ঘটনার পর যশোর নড়েচরে বসে যশোর প্রশাসন। জেলা পুলিশের একটি সভায় বিষয়টি গুরুত্বের সাথে আলোচনাও হয়। এরপর বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালে হামলা ঠেকাতে মাঠে নামে পুলিশ। সন্ধ্যার পর থেকে ভাস্কর্য ও ম্যুরালে পুলিশের নিরাপত্তা প্রহরা বসে। শহরের বকুলতলায় গিয়ে মুর‌্যার চত্তরে পুলিশের উপস্থিতি দেখা যায়। শুধুমাত্র এই ম্যুরালটির নিরাপত্তায় নয় উপশহর বাবলাতলায় বঙ্গবন্ধুর একটি ভাস্কর্যের সামনেও পাহাড়া দেয় পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ অফিসের সামনের গিয়ে পুলিশের এমন সতর্ক অবস্থান নজরে পড়ে।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ভাস্কর্য বিরোধিতা নিয়ে যাতে নিরাপত্তার যাতে কোন বিঘ্ন না ঘটে ও যেকোন নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতে তৎপর রয়েছেন তারা।

জানা যায়, ভাস্কর্য নিয়ে বেশ কতদিন ধরে উত্তাপ ছড়ানোর চেষ্টা চলছে। ইসলামপন্থী কয়েকটি সংগঠন এটি আন্দোল গড়ে তোলার চেষ্টা করছে। এরমধ্যে গত ৪ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর ভাস্কর্য বিরোধীরা ঢাকায় মিছিল করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শনিবার অজ্ঞাত দুর্বৃত্তরা কুষ্টিয়া শহরে পৌরসভা থেকে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যটির ভাঙচুর চালিয়ে ক্ষতিগ্রস্ত করে। এঘটনার পর যশোরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিষয়টি নিয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ তৌহিদুল ইসলাম জানান, তাদের বাহিনী বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। এজন্য নিরাপত্তার স্বার্থে ভাস্কর্য ও ম্যুরালে প্রহরা বসানো হয়েছে। সেই সাথে টহলও জোরদার করা হয়েছে। তিনি জানান, জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের সংখ্যা মোট কতটি সেটি জানতে চেয়ে সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

এদিকে, ভাস্কর্য বিরোধী অপতৎপরতা প্রতিহতে প্রশাসনের জোর নিরাপত্তা বলয়ের পাশাপাশি এখানকার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনও সোচ্চার হয়ে উঠেছে। গতকাল যশোরে ভাস্কর্য বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল-সমাবেশসহ মানবন্ধনও অনুষ্ঠিত হয়েছে।

এদিন রাতে জেলা আওয়ামী লীগ শহরে মিছিল-সমাবেশ করেছে। ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট শহরের বকুলতলায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া জেলা জাসদও সংগঠন কার্যালয়ের সামনে নেতাজি সুভাষ চন্দ্র সড়কে মানববন্ধন করে।

জানা গেছে, যশোর সদরসহ উপজেলার সব ভাস্কর্য ও মুর‌্যালের নিরাপত্তার ব্যাপারটি অত্যন্ত সর্তকতার দেখা হচ্ছে। বিষয়টি নজরদারির মধ্যে রাখা হয়েছে।

যোগাযোগ করা হলে জেলার প্রশাসনিক প্রধান ডিসি তমিজুল আলম খান জানিয়েছেন, ভাস্কর্য ভাঙার মতন কোন হুমকির মধ্যে নেই যশোর। তারপরও এরকম কোন ঘটনার সম্মুখীন যাতে না হতে হয় তার জন্য প্রশাসন সর্তক অবস্থানে আছে। এজন্য বিষয়টি নজরদারির মধ্যে রাখা হয়েছে। এই ধরণের ঘটনা প্রতিহতে সবাইকে সর্তক থাকার আহবান জানিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর