বেনা‌পো‌লে ২৪ স্বর্ণবারসহ পাচারকারী আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-27 23:04:28

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি ওজনের ২৪টি স্বর্ণেরবারসহ বাকিবিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

আটক স্বর্ণ পাচাকারী বেনাপোল পোর্টথানার বালুন্ডা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্ট থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে একটি স্বর্ণ চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে য‌শোর থে‌কে বেনা‌পোল মু‌খি এক‌টি বাস তল্লা‌শি ক‌রে ২ কে‌জি ওজনের ২৪ টি ছোট, বড় স্বর্ণবারসহ বাকি বিল্লাহ না‌মে ওই চোরাচালা‌নি‌কে আটক করা হয়। আটককৃত স্ব‌র্ণের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অ‌ধিনায়ক লে: ক‌র্নেল সে‌লিম রেজা বার্তাটোয়েন্টিফোরকে আটকের সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনা‌পোল পোর্ট থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।।

এ সম্পর্কিত আরও খবর