রংপুরে মহান বিজয় দিবসে ২০৩ জন বীর মুক্তিযোদ্ধার বাড়ি বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা প্রশাসন। করোনাকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের সুরক্ষার কথা বিবেচনায় জেলা প্রশাসন এ ধরণের উদ্যোগ নেন।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে রংপুর জেলা প্রশাসকের পক্ষে শুভেচ্ছা ও শ্রদ্ধার ফুল তুলে দেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। এতে সহযোগিতা করেছে স্কাউটস সদস্যরা।
করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বীর সন্তানেরা। তাদের আনন্দ উচ্ছাসে উদ্বেলিত হয়ে উঠেন জেলা প্রশাসনের কর্মকর্তারাও। এসময় তারা বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন।
ফুলেল শুভেচ্ছা সিক্ত রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ভাসা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল বলেন, প্রত্যেক বছর বিজয় দিবসে স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে যাই। সেখানে আমাদেরকে সংবর্ধিত করা হতো। কিন্তু এবছর করোনার কারণে তা হচ্ছে না। জেলা প্রশাসন আমার বাসায় এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সম্মানিত করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই উদ্যোগ খুবই ভালো এবং সময় উপযোগি।
এব্যাপারে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরাফাত রহমান জানান, করোনা পরিস্থিতির কারণে এবার মহান বিজয় দিবসে একসঙ্গে মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত কোনো আয়োজন নেই। আমরা তাদের সুরক্ষার কথা ভেবেই বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানানোর উদ্যোগ বাস্তবায়ন করেছি। ২০৩ জন বীর মুক্তিযোদ্ধার সাথে দেখা করার পাশাপাশি তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ শুনতে পেরে জেলা প্রশাসনও গর্বিত।