সেনাবাহিনীকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 14:00:04

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা—“জীবনের বড় কথা- সততা, নিষ্ঠা, একাগ্রতা এবং দেশমাতৃকাকে ভালোবাসা। এই উপদেশ চলার পথে সব সময় মনে রাখবা”।’

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২০ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, মানুষের জন্য কর্তব্য পালন করবে। যেন এই দেশ এগিয়ে যেতে পারে। ভবিষ্যতে এই দেশ যেন আরও উন্নত, সমৃদ্ধ হতে পারে সেইভাবেই তোমরা কাজ করবে। সেনাবাহিনীর সদস্যরা শপথ গ্রহণের মধ্য দিয়ে এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। সে কথা মনে রেখে সবাইকে দায়িত্ব পালন করে যেতে হবে।’

জাতির পিতার ভাষণের উদ্ধৃত দিয়ে তিনি আরও বলেন, ‘“আমি তোমাদের জাতির পিতা হিসাবে আদেশ দিচ্ছি, তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাইসো। ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তা হলে জীবনে মানুষ হতে পারবা”।’

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুসহ ঘাতকের নির্মমতার স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, ‘আমার সবচেয়ে ছোট ভাই রাসেলের বয়স ছিল তখন মাত্র ১০ বছর। তার জীবনে একটাই স্বপ্ন ছিল, সে সেনাবাহিনীর অফিসার হবে। তাকে নিষ্ঠুরভাবে হত্যা করায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি।’

সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন তোমাদের মাঝে আসি, আমার মনে হয় আমিও তোমাদের পরিবারেরই একজন। কাজেই তোমাদের প্রতি সব সময় আমার দোয়া থাকবে, আশীর্বাদ থাকবে। তোমরা দেশ সেবা করবে। দেশের মানুষদের জন্য কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘দেশে-বিদেশে আমাদের সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হয়। তাই সর্বক্ষেত্রে তারা দক্ষ থাকবে, উপযুক্ত থাকবে, আন্তর্জাতিক মান সম্পন্ন হবে; যেন সারাবিশ্বের যেখানেই যাবে সেখানেই তারা দেশের সম্মান অক্ষুণ্ন রাখতে পারে। এদিকে সজাগ থাকতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর