বগুড়ার তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা
-
-
|

ছবি: বার্তা২৪.কম
বগুড়ার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বুধবার (৮ মে) রাত ১০ টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
যারা নির্বাচিত হলেন তারা হচ্ছেন-গাবতলী উপজেলায় অরুন কান্তি রায় সিটন ঘোড়া প্রতীকে ৪১ হাজার ৬০৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৭৫২।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন ডিলু এবং নারী ভাইস চেয়ারম্যান শামিমা আকতার শিমু নির্বাচিত হয়েছেন।
সারিয়াকান্দি উপজেলায় (বগুড়া-১) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন সজল আনারস প্রতিকে ৩৭ হাজার ২৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম মন্টু কাপ পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ১৫৩। ভাইস চেয়ারম্যান পদে লিখন মিয়া এবং নারী ভাইস চেয়ারম্যান পদে কুলসুমা বেগম শাপলা নির্বাচিত হয়েছেন।
সোনাতলা উপজেলায় স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছোট ভাই ও বর্তমান চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন আনারস প্রতিকে ২০ হাজার ৮৩৭ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটততম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন মটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ২৪৫। ভাইস চেয়ারম্যান পদে ফিদা হাসান টিটো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নারী ভাইস চেয়ারম্যান পদে ওয়াসিয়া আকতার রুনা নির্বাচিত হয়েছেন।