চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেলযোগাযোগ বন্ধ

চট্টগ্রাম, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 00:49:35

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমামবাড়িতে মালবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ইমামবাড়ি স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে এই পথে চলাচলকারী সব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এতে যাত্রীরা পড়েছে চড়ম দুর্ভোগে।

জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন দুপুরে কসবার ইমামবাড়ি স্টেশনের আউটারে পৌঁছে বিকট শব্দে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এতে করে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে আখাউড়া স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস ও কসবায় আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে কখন উদ্ধার কাজ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

এ সম্পর্কিত আরও খবর