কুবি’র গেইট থেকে খালেদা জিয়ার নাম মুছে দিয়েছে ছাত্রলীগ

কুমিল্লা, জাতীয়

খালেদ মোর্শেদ, কুবি করেসপন্ডেন্ট | 2023-08-28 08:54:40

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেইটের নামফলক থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি সরকারের আমলে দায়িত্ব পালন করা একাধিক মন্ত্রীর নাম মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) বেলতলী বিশ্বরোড সংলগ্ন গেইটে লাগানো পোস্টার তুলে পরিষ্কার ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে জেব্রা ক্রসিং নির্মাণ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এই সময় গেইটেথাকা ভিত্তিপ্রস্তরের নামফলকে থাকা খালেদা জিয়া ও অন্যান্যদের নাম মুছে ফেলা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গেইটটি অনেক দিন ধরে অরক্ষিত অবস্থায় ছিলো। সেখানে ছাত্রদলের পোস্টার লাগানো ছিলো। যখন আমরা সেগুলো পরিষ্কার করি, পোস্টারের কাগজগুলো নামফলকের গর্তে ঢুকে যাওয়ায় অসুন্দর দেখাচ্ছিলো। তাই একপাশে রং করে দিয়েছি। অপর পাশের নামফলকে আমরা কিছুই দেই নি।’

এদিকে নামফলক থেকে খালেদা জিয়ার নাম মুছে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ নূরুল আলম চৌধুরী নোমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কিন্তু অত্যন্ত দু:খের বিষয়, ছাত্রলীগ প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের নামফলক মুছে ফেলে চরম হীনমন্যতার পরিচয় দিয়েছে।

এছাড়াও বিবৃতিতে অতি দ্রুত খালেদা জিয়ার নাম প্রতিস্থাপন না করলে ছাত্রধর্মঘটসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন বলে জানান বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাজার হাজার শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দেয়। কিন্তু ছাত্রলীগ আমাদের পরিচয়ের জায়গায়ও হাত দিলো! যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বিশ্ববিদ্যালয়ের নামফলক থেকে তার নাম মুছে ফেলা হয়েছে। এমন ঘৃণিত কাজের তীব্র নিন্দা জানাচ্ছি।’

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোঃ কামাল উদ্দীন বলেন, ‘আমরা এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। ঘটনা তদন্ত করে যদি এমন ঘটনা ঘটে থাকে তবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

এ সম্পর্কিত আরও খবর