নকল চিপস ও খাদ্যপণ্য তৈরির কারখানায় অভিযান

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,  বার্তা২৪.কম, রংপুর | 2023-08-30 07:51:46

রংপুরে নকল চিপস ও ফুড আইটেম উৎপাদনের অভিযোগে ফ্যান্টাসি চিপস ও নুরজাহান এগ্রো ফুড নামে একটি প্রতিষ্ঠানের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে নব্দীগঞ্জ এলাকায় রংপুর জেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট এ জরিমানা করে। র‌্যাব-১৩ এর সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, বৃহস্পতিবার বিকালে নব্দীগঞ্জ এলাকায় নকল চিপস ও ফুড আইটেম তৈরির কারখানায় অভিযান চালানো হয়। কারখানাটি কোন প্রকার অনুমোদন ছাড়াই এসব পণ্য উৎপাদন করে আসছিল।

অভিযানে উদ্ধার হওয়া চিপস ও ফুড আইটেমে ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে।

নকল পণ্য তৈরির দায়ে ফ্যান্টাসি চিপস ও নুরজাহান এগ্রো ফুডের সত্ত্বাধিকারী জাহিদুল হাসানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কারখানা ও গোডাউন বন্ধ করে দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর