জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি টেলিফোনে আলাপ করেছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলাপ হয়।
পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফোনালাপে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশে এর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জন কেরিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
প্রসঙ্গত, জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পরে জন কেরি প্রেসিডেন্টের জলবায়ু উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন।