ময়মনসিংহে পৌঁছেছে ৩ লাখ ২৪ হাজার করোনা ভ্যাকসিন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-19 03:24:29

ময়মনসিংহে প্রথম ধাপে করোনার ভ্যাকসিন পাচ্ছেন ৩ লাখ ২৪ হাজার মানুষ। গত ২৮ জানুয়ারি মধ্যরাতে ময়মনসিংহে পৌঁছেছে এসব টিকা। বর্তমানে জেলা ইপিআই ভবনে এসব ভ্যাকসিন সংরক্ষণ করে রাখা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম বিষয়টি নিশ্চিত বলেন, ‘করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় থাকবে আটটি বুথ। এরমধ্যে চারটি বুথ হবে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে। এছাড়াও প্রতি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে বুথ স্থাপন করা হবে।’

তিনি আরও বলেন, ‘যদি মানুষের চাপ বাড়ে তাহলে সিটিতে আরও দশটি বুথ স্থাপন করার পরিকল্পনা আছে। প্রতিটি বুথে দুইজন টিকাদানকারী ও চারজন করে স্বাস্থ্যকর্মী থাকবে। একই সাথে মেডিকেল টিম, বিছানা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রস্তুত থাকবে। টিকা দেওয়ার জন্য ইতোমধ্যেই সব প্রস্ততি সম্পন্ন হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর