করোনার টিকা নিলেন প্রধান বিচারপতি

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 02:05:04

সারাদেশে গণহারে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের প্রথম দিনই কোভিড-১৯ টিকা নিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল তিনি টিকা গ্রহণ করেন।

প্রধান বিচারপতির বিশেষ কর্মকর্তা শেখ সাইফুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপীল বিভাগের ৬ জন বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৪৮ জন বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত টিকা গ্রহণ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের মোট ৫৫ জন বিচারপতিবৃন্দ আজ টিকা গ্রহণ করেছেন।

আজ থেকে রাজধানীর ঢাকার ৫০টিসহ সারা দেশে মোট এক হাজার ৫টি হাসপাতালে একযোগে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। রাজধানীর ৫০টি হাসপাতালের জন্য ২০৪টিসহ এবং সারা দেশে ২ হাজার ৪০০টি টিম কাজ করছে।

তাছাড়া, প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে টিকা নিতে পারবেন নিবন্ধিতরা।

এ সম্পর্কিত আরও খবর