টুরিস্ট ভিসা বাদে প্রতিদিন ১৬০০ ভিসা দিচ্ছে ভারত

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 02:38:53

টুরিস্ট ভিসা বাদে প্রতিদিন ১ হাজার ৬০০ ভিসা দিচ্ছে ভারত। শিগগিরই টুরিস্ট ভিসাও চালু করা হবে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে কূটনীতিক প্রতিবেদকদের আয়োজনে ডিক্যাব টকে এসব কথা বলেন।

ভারতের এই হাইকমিশনার বলেন, আসল বিপদের সময় আমরা একে অন্যের সঙ্গে রয়েছি। সে কারণেই ভারত বাংলাদেশকে টিকা দিয়ে এক সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

রোহিঙ্গা সংকট সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমার দুটি আমাদের প্রতিবেশী দেশ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে রাখাইন রাজ্যের পরিবেশ তৈরিতে ভারত কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর