মানিকগঞ্জে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-04 14:30:06

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় প্রাইভেটকার চাপায় ফয়সাল হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর সড়কের বেতিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে গুরুতরভাবে আহত হন ফয়সাল। পরে স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর