আইভিআই প্রতিষ্ঠার চুক্তিতে সমর্থন দিয়েছে সরকার

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 12:54:56

ঢাকা: বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনের পথ সুগম করতে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (আইভিআই) প্রতিষ্ঠার চুক্তি অনুসমর্থন দিয়েছে সরকার। সোমবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইভিআই প্রতিষ্ঠার চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে আইভিআই প্রতিষ্ঠার বিষয়টি বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১৯৯৬ সালের ২৮ অক্টোবর জাতিসংঘের উন্নয়নমূলক কর্মসূচির উদ্যোগে দক্ষিণ কোরিয়ার সিউলে ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার চুক্তি হয়েছিলো সেখানে আমরা (বাংলাদেশ) স্বাক্ষর করি। এর ফলে বাংলাদেশ ভ্যাকসিন উৎপাদন এবং এ সম্পর্কিত গবেষণা কাজে প্রশিক্ষণ কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া যাবে। এতে দেশে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহের সক্ষমতাও বৃদ্ধি পাবে। ভ্যাকসিন উৎপাদন প্রয়োগ ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরো যুগোপযোগী হবে।’

নতুন আবিষ্কৃত ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে ভ্যাকসিন উৎপাদন সহজ হবে, ফলে দেশে স্বল্পমূল্যে ভ্যাকসিন সরবরাহ করা যাবে। আর ভ্যাকসিন এর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিটি ঘোষণার পথও সুগম হবে। যা বিদেশে বাংলাদেশের ভ্যাকসিনের বাজার সম্প্রসারণে সহায়ক হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে যেহেতু ফার্মাসিটিউক্যাল প্রোডাকশন বা স্ট্যান্ডার্ড মোটামুটি সর্বোচ্চ মাত্রায় যেটা বিশ্বব্যপী স্বীকৃত। কাজেই এটি অত্যান্ত প্রয়োজনীয় ছিলো। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে এটি আরো বেশি প্রয়োজনীয়।

গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিন প্রসঙ্গে সচিব বলেন, গ্লোব বায়োটেক যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী মেনে করতে পারে তাহলে দেখা যাবে। তারা সেখানে টেস্ট করবে, ট্রায়াল করবে তারপর দেখা যাবে।

এছাড়া ‘বাংলাদেশ জাতীয় আরকাইভস আইন, ২০২১’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর