জিয়ার ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রক্রিয়া শুরু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 08:11:33

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি জামুকার ৭২তম সভায় খেতাব বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জামুকার সদস্য ও সংসদ সদস্য মোশাররফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন- সংসদ সদস্য শাজাহান খান ও মো. রশিদুল আলম।

সংবিধান লঙ্ঘন, সংবিধানের মূলনীতি বাতিল, মুক্তিযোদ্ধা হয়েও স্বাধীনতাবিরোধীদের নিয়ে মন্ত্রিসভা গঠন ও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগে সহায়তা করায় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়ার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

স্বাধীনতার প্রায় ৫০ বছর পর জিয়াউর রহমানকে দেওয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জামুকা। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে এই ‘বীর-উত্তম’ খেতাব দেয়।

এ সম্পর্কিত আরও খবর