নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আর বৈঠক করবে না ইসি

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 16:06:39

বগুড়া: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য আর কোনো দলের সঙ্গে বৈঠক করবে না নির্বাচন কমিশন (ইসি)। সব দল নির্বাচনে আসুক, প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতা মূলক নির্বাচন হোক সেটা নির্বাচন কমিশন চায়।’

বিএনপি নির্বাচনে না আসলে তাদের নিবন্ধন নিয়ে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সেক্ষেত্রে একটু ঝুঁকি থাকে। তবে আমি আশাবাদী বিএনপি নির্বাচনে আসবে।’

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, ‘মত বিনিময় সভায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যা জানিয়েছেন তাতে বগুড়া ভালো অবস্থানে রয়েছে। এখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ইভিএম ব্যবহার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন,‘নির্বাচন কমিশন চাচ্ছে ব্যাপক ভাবে না হলেও স্বল্প সংখ্যক ইভিএম ব্যবহার করা হোক। কিন্তু আরপিও সংশোধন করা না হলে ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘ইভিএম ব্যবহারে ভোট কারচুপি ও জাল ভোট দেয়ার কোনো সুযোগ থাকবে না।’

তিনি বলেন,‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী মাসে ইভিএম নিয়ে মেলার আয়োজন করা হবে। সেখানে সাধারণ মানুষকে ইভিএম সম্পর্কে ধারণা দেয়া হবে।’

বগুড়া জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে মত বিনিময় সভায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, র‌্যাব, বিজিবি, আনসার ভিডিপি, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর