বিরোধপূর্ণ জমির গম কাটা নিয়ে গাংনীর ধানখোলা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে সাত জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ মার্চ) সকালে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে এ সংঘর্ষে লিপ্ত হয়।
আহতদের মধ্যে জিনারুল ইসলা (৪০), মিনারুল ইসলাম (৪৮), সিরাজুল ইসলাম (৫৫) ও সেন্টু (৩২) গাংনী হাসপাতালে এবং আসাদুল ইসলাম (৩৫), জিয়া (৩৪) ও সাবান আলীকে (৪২) অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ধানখোলা গ্রামের মাঠপাড়ার তোফাজ্জেল হোসেন পক্ষের সাথে পানু মিয়া পক্ষের ২৭ বিঘা জমির মালিকানা বিরোধ চলে আসছে। মেহেরপুর আদালত ও উচ্চাদলতের রায় রয়েছে তোফাজ্জেল হোসেনের পক্ষে। এর পরেও গেল আমন মৌসূমে জোরপূর্বক ধান কেটে নেয় পানু মিয়া পক্ষের লোকজন। চলতি রবি মৌসূমে ওই জমিতে গম আবাদ করেছিলেন তোফাজ্জেল হোসেন পক্ষের লোকজন। শুক্রবার সকালে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষেত থেকে গম কেটে বাড়িতে তুলছিলেন তোফাজ্জেল হোসেন পক্ষের লোকজন। এসময় গম কেটে নিয়ে তাদের উপর হামলা করে পানু মিয়া পক্ষের লোকজন।
এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে তোফাজ্জেল হোসেন পক্ষের চার জন এবং পানু মিয়া পক্ষের তিন জন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।