‘দক্ষ মানবসম্পদ উন্নয়নে কর্মমুখী শিক্ষার প্রয়োজন’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

দক্ষ মানবসম্পদ উন্নয়নে কর্মমুখী শিক্ষার প্রয়োজন

দক্ষ মানবসম্পদ উন্নয়নে কর্মমুখী শিক্ষার প্রয়োজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) এলামনাই এসোসিয়েশন আয়োজিত গোল টেবিল বৈঠকে বক্তারা বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।

শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে অনুষ্ঠিত এই গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার গুরুত্ব বৃদ্ধি করতে হবে। বক্তারা আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে রীতিবদ্ধ ও সুসংগঠিত করতে হবে, যাতে তাত্ত্বিক এবং প্রায়োগিক জ্ঞান সঠিকভাবে অর্জিত হয়।

বিজ্ঞাপন

সিইউসিবিএ এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস. এম. নসরুল কদির, সিইউসিবিএ এর পরিচালক ড. মোহাম্মাদ তৈয়ব চৌধুরী, এলামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আফতাব উদ্দিনসহ বিভিন্ন করপোরেট কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

অধ্যাপক এস. এম. নসরুল কদির বলেন, বর্তমান পৃথিবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) যুগে প্রবেশ করছে, তাই শিক্ষার্থীদের আরও দক্ষ হয়ে উঠতে হবে। বিএসআরএমের সিনিয়র ব্যবস্থাপক ফাহমিনা আসাদ কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলেন এবং বলেন, প্র্যাকটিক্যাল জ্ঞান ছাড়া শুধু তাত্ত্বিক জ্ঞান দিয়ে জব মার্কেটে ভালো করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

বিস্তারিত আলোচনা শেষে বক্তারা বলেন, শিক্ষাব্যবস্থা এবং কারিকুলামের যুগোপযোগী সংস্করণ নিশ্চিত করে কর্মমুখী শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে, যা দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে।