ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 01:16:27

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করায় ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (২২ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে  এ কৃতজ্ঞতা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির জনককে সম্মানজনক এই পুরস্কারে ভূষিত করাটা বাংলাদেশ ও তার জনগণের জন্য সম্মানের। নিজের দেশের জনগণের স্বাধীনতা, অধিকার, আকাঙ্ক্ষা ও মুক্তির লড়াই এবং ক্ষুধা, দারিদ্র্য ও বঞ্চনামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর জীবনব্যাপী সংগ্রামের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার এসেছে।

এতে বলা হয়, বাংলাদেশ ও ভারত যখন যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করছে, সেই বছরে এই পুরস্কার বাংলাদেশ–ভারত সম্পর্কের প্রতি শ্রদ্ধারও স্মারক।

এ সম্পর্কিত আরও খবর