লকডাউনের খবরে দৌলতদিয়ায় বেড়েছে যাত্রীর চাপ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-24 06:43:24

দ্বিতীয় ধাপের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে সরকার সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার।

এই ঘোষণার পরই রোববার (৪ এপ্রিল) সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাড়তে শুরু করেছে যাত্রীর চাপ।

রোববার (৪ এপ্রিল) সকালে সরেজমিন দৌলতদিয়া লঞ্চ ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে সাধারণ মানুষ গ্রামে ফিরতে শুরু করেছেন। ঢাকা ছাড়ছেন তারা।

অন্যদিকে শিল্প-কলকারখানা ও জরুরী সেবামূলক প্রতিষ্ঠানগুলো লকডাউনের আওতায় না থাকায় যারা বাড়িতে ছিলেন তারা ঢাকা ফিরতে শুরু করেছেন।

সব মিলে এখন দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রীর চাপ। বিকালের দিকে এই চাপ আরো বাড়তে পারে বলে আশংকা করছেন প্রশাসন।

এর আগে শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন করে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার।

এক ভিডিওবার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দুই-তিনদিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউন দেওয়ার জন্য সরকার চিন্তা করছে।

এ সম্পর্কিত আরও খবর