ক্রেতা-বিক্রেতার দূরত্ব বজায় রাখতে রংপুরে উদ্বুদ্ধকরণ কার্যক্রম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-09-01 12:08:39

ক্রেতা-বিক্রেতার মাঝে দূরত্ব বজায় রাখতে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) বিকালে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্ত্বর ও কাচারী বাজারসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। তাকে সহযোগিতা করেন রংপুর র‍্যাব-১৩।

এসময় ক্রেতা বিক্রেতার মাঝে দূরত্ব বজায় রাখতে ফিতা ও রশি দিয়ে দোকানের সামনে প্রতিবন্ধক তৈরির জন্য উদ্বুদ্ধ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই করোনার সংক্রমণ প্রতিরোধ করার জন্য ক্রেতা বিক্রেতার মাঝে সচেতনতা সৃষ্টির জন্য এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসময় তিনি পারস্পরিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমণ প্রতিরোধে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর