কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় ভাঙচুর করা হয়েছে ২০টি বাড়ি।
বুধবার সন্ধ্যা ও বৃহস্পতিবার সকালে উপজেলার কোমরভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ২১ জনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে তুহিন, শেখ সাইদুল, ইসলাম, শাহজাহান আলী ও আমিরুল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাবেদ মেম্বার ও সাবেক ইউপি সদস্য তুহিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার সন্ধ্যায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে বৃহস্পতিবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।
সংঘর্ষের সময় উভয় পক্ষের ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।