শিক্ষার্থীরা আগামী বছরের প্রথম দিনই বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ধর্মপাশা ও মধ্যনগর (সুনামগঞ্জ)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, হাওরাঞ্চলে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মিড ডে মিল চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। সেই সঙ্গে শিক্ষকদেরকেও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার লক্ষে কাজ করা হচ্ছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের তাঁর বিদ্যাপিঠ বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে ওই বিদ্যাপিঠের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

এবার নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে না পারার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তন ও পরিমার্জনের জন্য চলতি বছর বই বিতরণে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। তবে আগামী বছর প্রথম দিনেই সকল শিক্ষার্থীরা নতুন বই পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান রমা বিজয় সরকার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান (পিপিএম)।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের শতবর্ষ পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক বসন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব বিজন কুমার তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল রায়, বিদ্যালয়ের প্রবীন শিক্ষার্থী গোলাম হায়দার, সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক অভি মঈন উদ্দিন, মধ্যনগর শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার, সাবেক শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক গোলাম জিলানী, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তুষার আলম প্রমূখ।

এছাড়াও পুনর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। এতে সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এর আগে সকাল ৯টায় ধর্মপাশা উপজেলা সদরের দশধরী- দুধবহর গ্রামে ডাক্তার রফিক চৌধুরী হাই স্কুলে নবনির্মিত ক্যাম্পাসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে ওই বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দ্যোগে আয়োজিত এক আলোচনা সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।