প্রবাসীদের জন্য পাঁচ দেশে বিশেষ ফ্লাইট চালু শনিবার

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 00:58:04

প্রবাসী শ্রমিকদের পৌছে দিতে পাঁচ দেশে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শনিবার (১৭ এপ্রিল) থেকে এসব দেশে বিশেষ ফ্লাইট চলাচল করবে।

দেশগুলো হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও সিঙ্গাপুর। সরকারের আন্তঃমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছাড়াও পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর কর্মকর্তারা এতে অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে. শনিবার সকাল ৬টা ( বাংলাদেশ সময়) থেকে মধ্য প্রাচ্যের চার দেশ( সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত) এবং সিংগাপুরে স্পেশাল ফ্লাইট চলবে।

লকডাউনের কারণে ২০ হাজার প্রবাসী শ্রমিকের কর্মস্থলে পৌছানো নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে সরকার এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।

এসব দেশে যদি কোনো বাংলাদেশি আটকে থাকেন তারাও সুনির্দিষ্ট ফর্ম পূরণসহ করোনা নেগেটিভ সার্টিফিকেট এবং কোয়ারেন্টিনে থাকার শর্ত মেনে দেশে ফিরতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর