আরমানিটোলার আগুন: আরো ১ জনের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 16:03:36

পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের অগ্নিকাণ্ডের‌ ঘটনায় আইসিইউতে থাকা সাফায়েত নামে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জনে।

রোববার (২৫ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ডা.সামন্ত লাল সেন বলেন, সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ( সাফায়েত) মারা যান। আগুনে তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) মধ্যরাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় ঘটনাস্থল থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া আহত ও দগ্ধ চার জন আইসিইউতে এবং ১০ জনকে বার্ন ইউনিটের পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বার্নের পোস্ট অপারেটিভ ইউনিটে থাকা অন্যরা হচ্ছেন ইব্রাহিম সরকার (৬০), সুফিয়া বেগম (৫০), জুনায়েদ (২০), মোস্তফা (৪০), ইউনুস মোল্লা (৬০), সাকিব হোসেন (৩০), চাষমেরা বেগম (৩৩), দেলোয়ার হোসেন (৫৮), আয়সাপা (২), লায়লা বেগম (৫৫), মোহাম্মদ ফারুক (৫৫), মেহেরুন্নেসা (৫০), মিলি (২২), পাবিহা (২৬), আকাশ (২২) ও আসমা সিদ্দিকা (৪৫)।

 

 
 

এ সম্পর্কিত আরও খবর