স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতাদের ৪ দাবি 

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 05:17:09

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে প্রায় ৪ ঘণ্টা ব্যাপি বৈঠকে হেফাজতের পক্ষ থেকে ৪টি দাবি তুলে ধরা হয়। বৈঠকে সংগঠনটির ১০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৪ মে) রাত‌ ১২ টায় মন্ত্রীর ধানমন্ডির বাসায় বৈঠক শেষে হেফাজতের নেতারা একথা জানান।

দাবিগুলো হলো- হেফাজতে ইসলামের গত আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে গ্রেফতার হওয়া আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের অবিলম্বে মুক্তি দেওয়া; আলেম-উলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের গ্রেফতার-হয়রানি আতঙ্ক থেকে মুক্তি দেওয়া; ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো হয়েছে পূর্ব আলোচনা অনুযায়ী সেগুলো প্রত্যাহার করা; দ্রুত কওমি মাদরাসাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা।

বৈঠক শেষে হেফাজতের আহ্বায়ক কমিটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদী বলেন, আমাদের দাবিগুলো মন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন, আশ্বাসও দিয়েছেন। আশাকরি খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দাবি গুলো মেনে নেবেন।

এ সম্পর্কিত আরও খবর