বগুড়ায় বিষাক্ত মদপানে বালু ব্যবসায়ীর মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-23 00:30:52

বগুড়ায় বিষাক্ত মদ পানে আদম আলী ওরফে পেস্তা (৩০) নামে এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ মে) রাতে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

পেস্তা বগুড়া শহরের ধরমপুর মসজিদ পাড়ার মৃত ইউনুছ মেম্বারের ছেলে।

জানা গেছে, শনিবার রাতে তিনি মদপান করে বাড়ি ফেরে। রাত থেকেই তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবার থেকে বিষয়টি গোপন করে বাড়িতেই চিকিৎসা দেয়া হয়। রোববার সন্ধ্যার দিকে পেস্তা অচেতন হয়ে পড়লে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান জানান, অচেতন অবস্থায় আদম আলী নামের একজন হাসপাতালে ভর্তি হয়। তার পরিবারের সদস্যরা ভর্তির সময় জানিয়েছেন অ্যালকাহোল জাতীয় মদ পানে তিনি অসুস্থ হন।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঞা বার্তা২৪.কমকে বলেন, অ্যালকাহোল পানে মৃত্যুর অভিযোগ ওঠায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর