পিরোজপুরের না‌জিরপুরে ২ রোহিঙ্গা যুবক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পিরোজপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পিরোজপুরের না‌জিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে না‌জিরপুর থানা পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ‌্যার দিকে গোপন সংবাদের ভি‌ত্তিতে উপজেলার পিরোজপুর টু ঢাকা মহাসড়কের চিথ‌লিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর পুত্র রোহিঙ্গা মনির আলম (৪০) এবং একই ক‌্যাম্পের জাহিদ হোসেনের পুত্র মোঃ শ‌ফিক (২১)।

বিজ্ঞাপন

এবিষয়ে না‌জিরপুর থানায় রাত ৮টায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।

প্রেস ব্রিফিং এ তি‌নি বলেন, আটককৃতরা কি উদ্দেশ্যে আসছে বা কারা এনেছে সে বিষয় এখনও নি‌শ্চিত করা যাচ্ছে না। তবে খতিয়ে দেখা হচ্ছে কাদের মাধ‌্যমে এখানে এসেছে এবং কেন আসছে।

বিজ্ঞাপন