হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে আলী ইমাম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 00:01:54

স্ট্রোক পরবর্তী জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় ধানমণ্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন আছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক আলী ইমাম।

শুক্রবার সকালে আলী ইমামের ছেলে ডা. তানভীর ইমাম বার্তা২৪.কম কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবা বেশ কিছু দিন থেকেই অসুস্থ। স্ট্রোক পরবর্তীতে শরীরের নানা জটিলতার কারণে গত বৃহস্পতিবার (২০ মে) তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর থেকে ভেন্টিলেশন সাপোর্টে আছেন তিনি।

বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য দিনের চেয়ে গতকাল থেকে কিছুটা উন্নতি মনে হচ্ছে। হাত-পা নাড়াতে পারছেন, চোখ খুলে তাকাচ্ছেন। তবে ব্লাড ইনফেকশনটা বেশি আছে। ডাক্তার বলছেন, এটা সময় সাপেক্ষ ব্যাপার। ভেন্টিলেশন সব সময় একটু ক্রিটিক্যাল। এখন এক ঘণ্টা করে অক্সিজেন খুলে রাখা হচ্ছে এবং দেখা হচ্ছে তিনি স্বাভাবিক ভাবে শ্বাস নিতে পারছেন কী না।

উল্লেখ্য, তার শ্বাসযন্ত্রে সমস্যা, সঙ্গে নিউমোনিয়া ও নিম্ন রক্তচাপ রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর