ইউরোপে ২০২০ সালে সমুদ্র পথে চার হাজার ৫১০ জন বাংলাদেশি অবৈধ ভাবে প্রবেশ করেছে। ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্স (ডিটিএম) ইউরোপ -১ এর ডাটায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) জাতিসংঘের অভিবাসন সংস্থা 'আইওএম-বাংলাদেশ' এক টুইট বার্তায় এসব তথ্য জানিয়েছে।
জানা যায়, করোনা মহামারির সময়কালে (২০২০ সালে) ইতালি, মাল্টা, স্পেন ও গ্রিস হয়ে তারা ইউরোপে প্রবেশ করেছেন। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ইতালি হয়ে প্রায় ৯২ শতাংশ স্থল এবং সমুদ্রপথে ইউরোপ পৌঁছায়। এর বাহিরে অতিরিক্ত আট হাজার ৮৪৪ জন বাংলাদেশি নাগরিককে ট্রানজিট করার সময় ট্র্যাক করা হয়েছিল। এছাড়া ২০২০ সালে কেবল মাত্র ২১জন নিবন্ধিত অভিবাসীরা যুক্তরাজ্যে এসে পৌঁছান।
আন্তর্জাতিক অভিবাসী স্টক ২০২০ অনুসারে মোট চার লাখ ৫৬ হাজার ৫১৬ জন বাংলাদেশি নাগরিক ইউরোপে বসবাস করছেন। এদের মধ্যে ৬০ শতাংশই পুরুষ।