রাজবাড়ীতে বিদেশি মদসহ বাসযাত্রী গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মিঠু (২৫) নামের এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মিঠু যশোর জেলার বেনাপল পোর্ট থানার ভবের গ্রামের আলাউদ্দিনের ছেলে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৭ লিটার বিদেশি মদ ও ১ বোতল ফেনসিডিলসহ মিঠু (২৫) নামের ওই বাসযাত্রীকে গ্রেফতার করে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি করে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মিঠু গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মিঠুর বিরুদ্ধে মাদক আইনে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।