ব্রি ধান-৮৭ রোপনের ১২৫ দিনে ঘরে ওঠে ফসল 

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-09-01 11:50:31

রংপুরের পীরগাছায় উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রােপা আমন (ব্রি ধান-৮৭) ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথিরা উচ্চ ফলনশীল জাতের ব্রি ধান-৮৭ চাষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রােপা আমন (ব্রি ধান-৮৭) ধানের বীজ রোপনের ১২৫ থেকে ১৩০ দিনের মধ্যে ফসল ঘরে তুলেছেন কৃষকরা। অন্যান্য ধানের চেয়ে উচ্চ ফলনশীল ব্রি ধান-৮৭ ধানের উৎপাদন বেশি। এই ধানে চিটা এবং পোকা-মাকড়ের আক্রমণও কম। বেশি ফলন এবং চাল চিকন ও সাদা বর্ণের হওয়ায় নতুন জাতের এই ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

বৃহস্পতিবার(১০ জুন) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। 

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় পীরগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান মণ্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার কৃষিবিদ রেজাউল করিম ও অতিরিক্ত উপ-পরিচালক(উদ্ভিদ সংরক্ষণ) অশোক কুমার রায়।

পীরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার লোকমান আলম, আশরাফুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল লতিফ, উপ-সহকারী কৃষি অফিসার মশিয়ার রহমান ও উৎপাদনকারী কৃষক দলের সমন্বয়কারী রাশেদুল ইসলাম প্রমুখ।

মাঠ দিবস শেষে অতিথিবৃন্দ উপস্থিত কৃষকদের মাঝে রােপা আমন (ব্রি ধান-৮৭) ধানের বীজ বিতরণ করেন।

এ সম্পর্কিত আরও খবর