চীনের উপহারের আরও ৬ লাখ ভ্যাকসিন আনতে বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজ বেইজিং এয়ারপোর্টে পৌঁছেছে।
রোববার (১৩ জুন) সকালে তারা সেখানে পৗঁছায়। ঢাকাস্থ চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।
আজ চীনের দ্বিতীয় দফা উপহারের ভ্যাকসিন বুঝে পাবে বাংলাদেশ। চীনের প্রথম দফা উপহারের মতোই এটাও সিনোফার্মের ভ্যাকসিন। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) প্রথমে সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিয়েছিল। সম্প্রতি হু এর পর বাংলাদেশও দ্বিতীয় চীনা ভ্যাকসিন সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়৷
উল্লেখ্য, চীনের দেওয়া উপহারের প্রথম দফার ৫ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা ১২ মে ঢাকায় আসে।