রোহিঙ্গাদের জাল পাসপোর্ট তৈরি, যুবকের কারাদণ্ড

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 18:41:22

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে জাল পাসপোর্ট তৈরি করে রোহিঙ্গাদের কাছে বিক্রির দায়ে মো. নুরুল ইসলাম নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিকের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নুরু ইসলাম উপজেলার বালুখালী এলাকার মৃত মনু মিয়ার ছেলে।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক বার্তা২৪.কমকে জানান, জাল পাসপোর্ট তৈরি করে রোহিঙ্গাদের কাছে বিক্রির দায়ে এক যুবককে আটকের পর সাজা দেয়া হয়েছে। তার কাছ থেকে একটি জাল পাসপোর্ট ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, অপর এক অভিযানে মাদক সেবনের দায়ে আলম নামে আরেক যুবককে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর