রাজধানীর উত্তরখানের আগুনে একজনের মৃত্যু

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 05:51:37

রাজধানী উত্তরখানে একটি ভবনে অগ্নিকাণ্ডে তিন পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু রয়েছে। দগ্ধদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে বলে ঢামেক সূত্রে জানা গেছে।

শনিবার (১৩ অক্টোবর) ভোরে উত্তরখানে ব্যাপারীপাড়া এলাকায় হেলাল মার্কেটের গ্যাসের লাইনে লিকেজের ফলে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেন।

ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বার্তা২৪.কমকে বলেন, দগ্ধরা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। ঢামেকে ভর্তি হওয়া আশঙ্কাজনক ৬ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মো. আজিজুল (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। 

ঢামেক সূত্রে জানা গেছে, আগুনে দগ্ধদের মধ্যে পূর্ণিমার ৮০ শতাংশ, সুফিয়ার ৯৯ শতাংশ, সাগরের ৬৩ শতাংশ, ডাবলুর ৬৫ শতাংশ, আনজুর ৬ শতাংশ, আব্দুল্লাহর  ১২ শতাংশ ও মুসলিমার ৯৮ শতাংশ শরীর পুড়ে গেছে।

এ সম্পর্কিত আরও খবর