মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়েছে ৬৩ কর্মীকে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 02:57:11

রিক্রুটিং এজেন্সি মেসার্স ক্যাথারাসীজ ওভারাসীজ এর মাধ্যমে মালয়েশিয়া যাওয়া ৬৩ জন বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কুয়ালালামপুর বিমানবন্দর ইমিগ্রেশন।

শনিবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা ৫০মি. ইউএস বাংলা বিএস-৩১৬ এয়ারক্রাফট যোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফেরত পাঠানো হয়।

এই কর্মীরা ১১ অক্টোবর রিক্রুটিং এজেন্সি মেসার্স ক্যাথারাসীজ ওভারাসীজ এর মাধ্যমে   কাজের জন্য মালয়েশিয়া যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফিরে আসা কর্মীদেরকে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটি কাগজ ইস্যু করানো হয়। তবে তাদের কেন মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে তাদেরকে ফেরত পাঠানো হলো তার সঠিক কোন কারণ বলা হয়নি। ফেরত আসা ৬৩ জন কর্মী ক্যাথারাসীজ ওভারাসীজের মাধ্যমে মালয়েশিয়া একটি হ্যান্ড গ্লোবো কোম্পানিতে কাজে যাচ্ছিলেন।তবে তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে জনশক্তি ব্যুরো থেকে ছাড়পত্র নিয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর